Forex কি ?
Forex হচ্ছে Foreign currency Exchange। সহজ বাংলায় বলা যায় বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা। ফরেক্স ট্রেডিং হল মুদ্রা কেনা-বেচার মাধ্যমে যা ট্রেড করা । তার মানে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় করে ট্রেডিং করা।
যেমন, টাকা দিয়া ডলার কিনল কিছু দিন পর ডলারের দাম বারে গে্ন। তখন ডলার বেচে দিলেন। মানে আপনি ৳৮০ দেয়া $১ কিনলেন। কিছু দিনপর ঐ ডলার এর দাম হল ৳৮৫। তখন আপনি ডলারটা বিক্রি করে দিলেন আর লাভ করলেন ৳৫।
Forex সুবিধাঃ-
- Online-এ করা যায়।
- বিশ্বের সব জাগায় করা যায়'।
- এই Market সপ্তায় ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে তাই যখন তখন ট্রেড করা যায়।
- ট্রেড করার ক্ষেত্রে বড় ধরনের লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়।
- স্ক্যালপিং এর মাধ্যমে খুব অল্প পরিবর্তনেও ভাল লাভ করা সম্ভভ।
- যে কেউ ঘরে বসে ট্রেড করতে পারে।
- কম পুজি দিয়া শুরু করা যায়।
- বেশি সময় দিতে হয় না।
- Demo শেখা যায়।